ঘুম আর বাহারী রকমের ইফতার তৈরীর পিছনে আমাদের রমজানের সময়গুলো নষ্ট করে দিচ্ছি নাতো!!!
লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ০৪ জুলাই, ২০১৪, ১২:৪৩:৫৯ দুপুর
আজ মাহে রমজানের পঞ্চম দিন। আমাদের উচিত এই রমজানে বেশী বেশী আমল করে আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করা। কেননা আল্লাহ তায়ালা রমজানে দিনের বেলা আমাদের উপর পানাহারকে মওকুফ করে দিয়েছেন যাতে আমরা বেশী বেশী আমল করে মুত্তাকী বা আল্লাহ-ভীরু হতে পারি। ইরশাদ হচ্ছে, “তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ব পূরুষদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকী হতে পারো” কিন্তু আফসোসের বিষয় হলো এই যে, আজ আমরা সারাটা দিন ঘুমের পিছনে নষ্ট করে দেই, আর আমাদের মা-বোনেরা বিভিন্ন ধরণের ইফতারীর আইটেম তৈরী করতে করতে সারাটা দিন মাটি করে কেবল মাত্র ফরজটা আদায় করার সময় পান। বাকী অন্যান্য নফল ইবাদত-বন্দেগী করার সময় কোথায় তাদের? অথচ সারাদিন না খেয়ে থাকার অর্থ তো এটা নয় যে, ইফতারের পর বেশী বেশী খেতে হবে!!!
অনেকের তো নামাযেরই খবর থাকেনা। সারাদিন কষ্ট করে না খেয়ে থেকে একটা ফরজ আদায় করলাম, অথচ দৈনন্দিন আল্লাহ তায়ালা আমাদের উপর যে, পাচঁ ওয়াক্ত নামায ফরজ করেছেন সেগুলোই নষ্ট করে দিলাম!!!
আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমীন।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমীন,,, আল্লাহ
আমাদের রমযানের
পরিপুর্ণ কদর করার
তাওফীক দান করুক।।।
মন্তব্য করতে লগইন করুন